হরতাল সমর্থনে জবি ছাত্রদলের মিছিল ও ককটেল বিস্ফোরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) এর সামনে থেকে হরতাল অবরোধের সমর্থনে বৃহস্পতিবার দুপুর ১২.৩০ টার দিকে একটি মিছিল বের করে। মিছিলটি কবি নজরুল সরকারি কলেজের সামনে দিয়ে লক্ষীবাজার ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল এর সামনে পৌছালে পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শী পান্নু মিয়া জানান, জবি ছাত্রদলের ব্যানারে একটি মিছিল আসে। মিছিলটি হাই স্কুল এর সামনে আসলে পর পর ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

সূত্রাপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করার জন্য মহানগর মহিল কলেজের পাশের গলিসহ আশ পাশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করতে পারে নাই।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।



মন্তব্য চালু নেই