সংলাপ বিষয়ে আমি জানি না : নাসিম
ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের মহাসচিব বান কি-মুনসহ অনেকে সংলাপের কথা বলতে পারেন। তবে এ বিষয়ে আমি জানি না বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন আয়োজিত আন্দোলনের নামে নাশকতা : মানবতার বিরুদ্ধে দানবতা- রুখে দাঁড়াও শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ যা বলে তা ভেবেচিন্তে বলে। সন্ত্রাস, নাশকতাকারী ও অগ্নিসংযোগকারীদের সঙ্গে কখনো সংলাপ হবেনা। সংলাপ বিষয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে সংলাপ ভিন্ন কথা তবে জামায়াতের সঙ্গে সংলাপ একটি আকাশ-কুসুম কল্পনা।
তিনি আরো বলেন, বিএনপি তাদের আন্দোলনকে ১২টা বাজিয়ে ফেলেছে। তাদের যদি এখন সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয় তাহলে তারা পুরো দেশকে হেফাজতের মতো শাপলা চত্বর বানিয়ে ফেলবে। তাই এই ভুল দ্বিতীয়বার করবে আওয়ামী লীগ।
মন্তব্য চালু নেই