ভক্তদের ‘ফিটনেস টিপস’ দেবেন আদনান সামি

সংগীত পরিচালক এবং শিল্পী আদনান সামি তার অবিশ্বাস্য রকম ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। তার ওজন কমানোর বিষয়টি রীতিমতো কৌতুহলের বিষয় ছিল সবার কাছে। ভক্তদের কৌতুহল এবার দূর করবেন সামি। এ সংগীত শিল্পী ওজন কমানোর টিপস শেয়ার করবেন তার ভক্তদের সঙ্গে।
গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার তার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে তিনি এ কথা জানান। তিনি তার টুইটার বার্তায় লিখেছেন, ‘এখন থেকে প্রতি বুধবার ফিট থাকার কিছু তথ্য এবং টিপস শেয়ার করব। আপনারা তৈরি তো?  টুইটার১৯৬৯ সালে লন্ডনে আদনান সামি জন্মগ্রহণ করেন। তার বাবা সাবেক পাকিস্তানি কূটনীতিবিদ আরশাদ সামি খান এবং মা ভারতীয় বংশোদ্ভুত নওরীন খান। এক সময় বিখ্যাত এ গায়কের ওজন হয়েছিল ২০০ কেজি। এরপর তিনি তার ওজন অবিশ্বাস্য রকম কমিয়ে ফেলেন।



মন্তব্য চালু নেই