বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান!
আমেরিকানরা সেভাবে ক্রিকেট খেলেন না। তাই বলে এতোটা অজ্ঞ, ভাবাই যায়না।
বুধবার ক্রিকেট নিয়ে কাবুলে আমেরিকান দূতাবাসের অজ্ঞতা দেখলো গোটা বিশ্ব। এদিন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে প্রথম ইনিংসের অর্ধেক শেষ না হতেই মোহাম্মদ নবিদের জয়ের শুভেচ্ছা জানিয়ে নিজেদের হাসির খোরাক বানালেন আমেরিকান দূতাবাসের কর্মীরা।
ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সবেমাত্র ব্যাট করছে। ইনিংসের ৩৫ ওভারও অতিক্রম হয়নি তখন। সেসময় আচমকা কাবুলের আমেরিকান দূতাবাস আফগানদের জয়ের শুভেচ্ছা জানিয়ে দেন। কারণ, তাদের বিচারে ততোক্ষণে ম্যাচ জিতে গিয়েছে আফগানিস্তান। যদিও শেষ পর্যন্ত সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের ঘাড়ে চড়ে ম্যাচটা ১০৫ রানে জিতে নেয় বাংলাদেশ।
অবশ্য ম্যাচ নিয়ে কম উত্তেজনা ছিল না আফগানদের মধ্যে। রেডিও-টিভির সামনে বসে পড়েছিল হাজার হাজার লোক। যুদ্ধ-বিধ্বস্ত দেশ ব্যাটে বলে খুঁজে নিতে চেয়েছিল সাময়িক শান্তি। কিন্তু জয় শেষ পর্যন্ত পাওয়া হয়নি। যদিও তার আগেই আমেরিকানদের অভিনন্দন বার্তা পাওয়া হয়ে গেছে। এটাই বা কম কিসে?
মন্তব্য চালু নেই