পাবনার রূপপুর পারমানুবিক বিদুৎ প্রকল্প শীতলিকরনের কাজ শুরু
বাংলাদেশের একমাত্র পাবনার রূপপুর পারমাণুবিক বিদুৎ প্রকল্প শীতলীকরণ টাওয়ারের নকশা তৈরির কাজ শুরু করেছে রাশিয়ান বিশেষঞ্জ দল।
প্রকল্প বাস্তবায়নের কয়েক জন সরকারি কর্মকর্তা জানান, পাবনার রূপপুর পরামানু বিদুৎ প্রকল্প বাস্তবায়ন করবে রাশিয়া সরকারি পরমানু সংস্থা রস অ্যাটম। তাদের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটম পোয়েক্ট এর বিশেষঞ্জ দল এখন এ প্রকল্প শীতলীকরন টাওটার নিয়ে কাজ করছে।
বিশেষঞ্জরা বলেন, বাংলাদেশের মতো উচ্চ তাপ ও আদ্রতা সমৃদ্ধ পরিবেশে ভেন্টিলেশন সিস্টেমে টাওয়ার শীতল করন করা যুক্তি যুক্ত।
রাশিয়া প্রথম বারের মত ভেন্টিলেশন সিস্টেমে শীতলীকরন টাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে। এর আগে তারা পরমানু স্থাপনায় শীতলী করনে স্প্রে পন্ড ব্যবহার করতো। যার খরচ ভেন্টিলেশনের চেয়ে বেশি।
সোবহানের রায় কে কেন্দ্র করে পাবনায় চাপা আতঙ্ক ।। কঠোর নিরাপত্তা
পাবনা ৫ আসনের সাবেক সাংসদ ও জামায়াতের নায়েবে আমির মাওঃ আঃ সোবহান এর মানবতা বিরোধী অবরাধের দায়ে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে, তার নিজের জেলা পাবনার সর্বস্তরের জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে।
সোবহান দলের শীর্ষ নেতা ও সাবেক সাংসদ হওয়ায় এ রায়কে কেন্দ্র করে পাবনায় ব্যাপক নাশকতার আশংঙ্কা করছে প্রসাশন। তবে সব নাশকতা মোকাবেলায় সর্বদা প্রস্তুত প্রসাশন। পরিস্থিতি মোকাবিলায় পাবনার বাহির থেকেও অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হয়েছে।
ইতিমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূন পয়েন্ট অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসাশন জানান, জামায়াত শিবির অধ্যুষিত জেলার, রাজাপুর, বাঙ্গাবাড়িয়া, মধুপুর, মালিগাছা, দাশুড়িয়া, ঈশ্বরদী, মুলাডুলি, বেড়া কে বিশেষ নিরাপত্তায় রাখবে প্রসাশন।
মন্তব্য চালু নেই