উল্লাপাড়ায় ইউনিয়ন জামায়াতের আমির গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির হেলাল উদ্দিন খানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেল ক্রসিংয়ের পাশে ক্লিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই