‘সংলাপ বলে ওরা সন্ত্রাসীদের রক্ষা করতে চায়’

যারা সংলাপের কথা বলেন তারা সন্ত্রাসীদের রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘ওদের (বিএনপি) সঙ্গে কখনোই সংলাপ হবে না। সংলাপের কথা বলে ওরা সন্ত্রাসীদের রক্ষা করতে চায়।’

বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক নেতাদের সঙ্গে মঙ্গলবার বিকেলে ১৪ দলের নেতাদের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বর্তমান জনমনে অসন্তোষের জন্য সরকার কোনোভাবে দায়ী কি না এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের কোথাও অসন্তোষ নেই। অসন্তোষ খালেদা জিয়ার মনে ও তার দোসর জামায়াত-শিবিরে। জনগণের শক্তি নিয়েই এদের মোকাবেলা করা হবে।’

নাসিম বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিদেশীরাও বলছেন, ভারতের চেয়েও সকল সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এতেই তার মর্মজ্বালা শুরু হয়েছে। তিনি বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দিতে চান।’

তিনি আরও বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা দেশ পরিচালনা করছি। দেশের সব স্বাভাবিক। কোথাও হরতাল হচ্ছে না। আমি নিজেও আজকে যানজটে আটকা পড়েছিলাম। আসলে খালেদার লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার চলছে, শেষ হবেই।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম, অভিনেত্রী ফেরদৌসী প্রিয়ভাষিনী, অধ্যাপিকা অপু উকিল, ডা. মোস্তফা জামাল মহিউদ্দিন প্রমুখ।



মন্তব্য চালু নেই