লেডি গাগার বাগদান
আংটিতে বাঁধা পড়লেন লেডি গাগা। অভিনেতা টেলর কেনির পরিয়ে দেয়া হৃদয় আকৃতির একটি হীরার আংটি গাগার আঙুলে শোভা পাচ্ছে। ভালোবাসা দিবসের বিশেষ সময়ে ‘শিকাগো ফায়ার’ খ্যাত অভিনেতার বিয়ের প্রস্তাবে সাড়া দিয়েছেন পপ গায়িকা।
নিজের আংটির বড় হীরার ছবিটি তুলে গাগা টুইট করেছেন, ‘ভ্যালেন্টাইন দিবসে আমাকে সে তার হৃদয় দিয়েছে, আর আমি তাকে হ্যাঁ বলেছি।’ গাগার পারিবারিক রেস্তোরাতেই ভালোবাসা দিবসের পার্টি আয়োজন করেন এই জুটি।
২০১১ সাল থেকেই দুজনের সম্পর্ক। ‘ইউ এন্ড আই’ মিউজিক ভিডিও প্রকাশনার সময় ৩৩ বছর বয়সী অভিনেতার সঙ্গে পরিচিত হন গাগা। অম্ল মধুর প্রেম কাহিনী এগিয়ে যায় নিজস্ব ছন্দে। অবশেষে বিয়ের পিড়িতে বসার জন্য নিজেকে প্রস্তুত বলে মনে করছেন ২৮ বছর বয়সী পপ সেনসেশন লেডি গাগা।
মন্তব্য চালু নেই