অভিনেতা হেলাল খানের ২ দিনের রিমান্ড

অভিনেতা ও বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা হেলাল খানের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে হেলাল খানের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবু জাহের মো. নাজমূর নূর এ রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিকেল সোয়া ৩টার দিকে ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত হেলাল খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২ ফেব্রুয়ারি বাড্ডার প্রগতি স্মরণ সড়কে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে বাড্ডা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গতকাল বিকেল ৪টায় ঢাকার জজ কোর্টের সামনে থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।



মন্তব্য চালু নেই