মেধাবি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে দিনাজপুরের বিরারমপুর ইসলামী ব্যাংক
দিনাজপুরের বিরামপুর ইসলামীব্যাংক শাখার উদ্দোগে ১ম থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেছে।
বুধবার বিকেল ৫টায় ২নং কাটলাস্কুল এন্ড কলেজ হল রুমে এ পুরুস্কার বিতরনীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন শ্রেণির মোট ৬৩ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ,ছাতা,কলম,জ্যামিতি বক্স বিতরন করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যডিসনাল ভাইস চেয়ারম্যান ও ইসলামীব্যাংক বিরামপুর শাখার ব্যবস্থাপক হারুন অর-রশিদ, বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাবেদ আকতার, কাটলা সরকারী প্রাথমীকবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, কাটলা স্কুলের সহকারী শিক্ষক শ্রীঃ নয়ন কুমার শাহ, ইসলামী ব্যাংক বিরামপুর শাখার আরডিএস পরিচালক আবুল কালামসহ আরো অনেকেই।
মন্তব্য চালু নেই