অবশেষে পরীমনির মুক্তি
অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমণির প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন। আগামী ২৭ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পরীমণি, জায়েদ খান, আনিসুর রহমান মিলন, কাজী হায়াৎ, সাদেক বাচ্চুসহ আরও অনেকে।
ছবিটির পরিচালক শাহ আলম মন্ডল বলেন, ‘ফুল না ফুটলে নাকি বিয়ে হয় না। পরীমণির ক্ষেত্রে হয়তো চলচ্চিত্রের ফুল ফোটেনি তাই তার কোন চলচ্চিত্র মুক্তি পায় নাই। দর্শকদের কাছে সে ভালোবাসাটা চাই যে ভালোবাসা সীমাহীন। অনেকদিন ধরে শুনে আসছিলাম চলচ্চিত্রটি মুক্তি পাবে। বারবার তারিখ পিছিয়ে যাওয়ার কারণে হতাশ হয়েছিলাম। সব অপেক্ষার প্রহর শেষে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে এজন্য আমার খুব ভালো লাগছে।’
পরীমণি বলেন, ‘আমি খুবই নারভাস, প্রথম পরীক্ষার হলে যাওয়ার মত লাগছে আমার কাছে। ভয়ে জ্বর এসে গিয়েছে। যখন আমি শুনলাম যে আমার অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে তখন বুঝতে পারছিলাম না কি করব? সিনিয়র সকল পরিচালকরা আমাকে স্বাগত জানিয়েছে। তাদের কাছে খুবই কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাইছি চলচ্চিত্রটি যাতে ব্যবসা সফল হয়।’
ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। নোমান কথা চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
মন্তব্য চালু নেই