দেখে নিন পানির নিচের জীবন

কি আছে সাগরের তলদেশে? স্বাভাবিক উত্তর মতে, সাগরের তলদেশে মাছ আর বিচিত্র বৃক্ষরাজিই থাকার কথা। কিন্তু এই পানির নিচের রাজ্য দেখার সৌভাগ্য হয় কজনার। যারা নিয়মিত সমুদ্রের তলদেশে স্কুবা ডাইভিংয়ে যান তাদের জন্য সাগরের তলদেশ কিছুটা পরিচিত হলেও বৃহৎ অংশ মানুষের কাছে এর পুরোটাই অজানা। অথচ বিজ্ঞানীদের মতে, সাগরের তলদেশে আছে বিশাল এক রহস্যময় রাজ্য, যার খবর আজও পৃথিবীর মানুষের কাছে অজানা।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের আলোকচিত্রী লরেন সাঈদ সাগরের তলদেশের কিছু দৃশ্য ধারণ করেছেন। যে ছবিগুলো আমাদের সামনে রহস্যময় সুন্দর এক জগতের হাতছানি দেয়। নীল পানির মাছে মাছেদের চকচকে শরীর আর ব্যারাকুডার হিংস্র চাহনি আমাদের নিয়ে যায় রুপকথার কোনো এক অজানা রাজত্বে। যেখানে ডলফিন রাজকুমার আর হাঙর হিংস্র উজির। তিমি রাজা হলেও তার বিশাল দেহের জন্য তরিৎ চলাচল করা মুশকিল। লরেনের তোলা ছবিগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো।


















মন্তব্য চালু নেই