গ্রেনেড বিস্ফোরণে ছয় সেনা আহত

দিনাজপুরের খোলাহাটি সেনানিবাসে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে ছয় সেনা সদস্য আহত হয়েছেন।

গুরুতর অবস্থায় তাদের রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল প্রাথমিকভাবে এ খবর দিচ্ছে। তবে কোনো কোনো টিভি চ্যানেল আহতের সংখ্যা ৯ জন বলে খবর দিচ্ছে। এদের মধ্যে চারজনকে ঢাকায় আনা হয়েছে।



মন্তব্য চালু নেই