নিজের বিয়েতে যে ২০টি ভুল সব মেয়েই করে থাকেন
বিয়ে, মানুষের জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত এই বিয়ে। যদিও আমাদের সমাজে এই আয়োজনটা পরিবার, বন্ধু ও সমাজের সকলকে সাথে নিয়ে এবং তাঁদের মতামতের ভিত্তিতেই হয়, তবুও এই ব্যাপারটি আসলে দুটি মানুষের একান্ত সিদ্ধান্ত। বিশেষ করে একটি মেয়ের জীবন সম্পূর্ণ বদলে যায় বিয়ের পর। এবং এই বিয়েতে যে কোন মেয়ের জীবনেই বিশাল একটি ঘটনা। চলুন, আজ জেনে নিই নিজের বিয়েতে মেয়েরা করেন এমন কিছু ভুলের কথা। আপনি নিশ্চয়ই চান না আপনার বিশেষ দিনটি এইসব ভুলে নষ্ট হয়ে যাক?
১) কোনটা প্রচলিত বা আজকাল কোনটা চলছে, সেভাবেই সবকিছু করতে চান মেয়েরা। বেশিরভাগ মেয়েই ভাবেন না যে আসলে তিনি কী চান।
২) বিয়ের পুরো ব্যাপারটা এবং শ্বশুরবাড়ির মেহমানদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েন যে নিজের আত্মীয় ও বন্ধুদের সময় দেয়া হয়ে ওঠে না।
৩) নিজের স্বপ্নের শাড়িটি কিনে ফেলেন এটা না ভেবেই যে সেটা তাঁকে মানাচ্ছে কি মানাচ্ছে না।
৪) অতিরিক্ত গহনা পরেন ও সাজগোজ করেন।
৫) এটা ভুলে জান যে বিয়েতে তাঁর একলার নয়, সঙ্গী পুরুষটিরও। এবং নিজের ইচ্ছা চাপিয়ে না দিয়ে এটাও জানতে হবে যে সঙ্গী কী চান।
৬) বিয়ের ডামাডোলে সঙ্গীকে পর্যাপ্ত সময় না দেয়া।
৭) সোশ্যাল মিডিয়ায় বিয়ের আপডেট দেয়ার জন্য অস্থির হয়ে পড়া।
৮) নিজেদের রুচির সাথে না মিলিয়ে বিয়ের কার্ড নির্বাচন।
৯) ক্রাশ ডায়েট করে ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়া।
১০) একটু বেশি সুন্দর দেখাবার জন্য শেষ মুহূর্তে হেয়ার স্টাইল বদল।
১১) পর্যাপ্ত সময় হাতে না রেখে পার্লারে বুকিং দেয়া।
১২) সময় থাকতেই নতুন জীবনে নিজের প্রয়োজনীয় এটা-সেটা গুছিয়ে না রাখা।
১৩) সুখী হবার চাইতে সবচেয়ে সুন্দরী কনে হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করা।
১৪) বিয়ে ও বৌভাতের অনুষ্ঠানের মাঝে বেশি দিনের গ্যাপ।
১৫) বিয়ের পরদিনই হানিমুনে যাওয়া।
১৬) বিয়েতে উপস্থিত হবার জন্য সবাইকে ধন্যবাদ না জানানো।
১৭) বিশেষ মানুষগুলোকে বিশেষভাবে দাওয়াত না দেয়া।
১৮) এত বেশি ছবি তোলা যে পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যাওয়া ও আপনজনদের সাথে সময় কাটাতে না পারা।
১৯) বিয়ের দিন স্বামীর সাথে ঝগড়া।
২০) বাসর রাতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না রাখা।
সূত্র- ব্রাইডস ডট কম
মন্তব্য চালু নেই