হঠাৎ হাসিনা-মোদির ফোনালাপ
হঠাৎ বাংলোদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিলেন ভারতের নরেন্দ্র দামোদর মোদি।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রীর ফোন আসে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফোনালাপে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কথা হয়েছে দু-দেশের নেতার মধ্যে। বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেছেন মোদি। একইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য কামনা করেছেন।
এদিকে বেলা সোয়া ১১টার দিকে এক টুইটে বাংলাদেশসহ বিশ্বকাপে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করেন মোদি।
‘স্পোক টু প্রেসিডেন্ট আশরাফগণি, পিএম শেখ হাসিনা, পিএম নওয়াজ শরিফ অ্যান্ড প্রেসিডেন্ট সিরিসেনা। সব দেশের সাফল্য কামনা করে লিখেছেন ‘কনভেইড মাই বেস্ট উইশেজ ফর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ।’
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এশিয়ায় উচ্ছ্বাসের কমতি নেই। সেই উচ্ছ্বাসে ভারতের প্রধানমন্ত্রী মোদি যেন নতুন মাত্রা যোগ করে দিলেন।
মন্তব্য চালু নেই