বাংলাদেশ সফরে আসছে ভারত
আইপিএলের সপ্তম আসর শেষেই ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। আড়াই মাসের ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ সফর করবে টিম ইন্ডিয়া।
এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সোমবার জানায়, আগামী মাসেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। তারপর আড়াই মাসের জন্য ইংল্যান্ড সফরে যাবেন ধোনিরা।
ভারত ২২ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে। তবে তার আগেই বাংলাদেশে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে তারা। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে।
তবে এই সফরে ধোনি-কোহলিদের মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
মন্তব্য চালু নেই