শরীরি ভাষা শিখবেন সোনম
ক্যারিয়ারের শুরু থেকেই পেশাগত দিক থেকে অভিনয়টাকে শিখতে চেয়েছেন সোনম কাপুর। এ কারণে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ থেকে ‘টু স্টেটস’ সবগুলো ছবিতেই তার ছাপ ছিলো সুস্পষ্ট। এবার অভিনয়ের সঙ্গে শরীরি ভাষাটাকেও আয়ত্ত্ব করতে নিউইয়র্কে পাড়ি জমাচ্ছেন। সেখানে বডি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবেন। এই মুহুর্তে ‘সান্দার’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সময় পাড় করছেন তিনি।
শ্যুটিং শেষ হলেই উড়াল দিবেন নিউইর্য়কের উদ্দেশ্যে। সেখানে একটি ইন্সটিটিউটে বডি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে, শিখে নেবেন শরীরি ভাষা।
এ প্রসঙ্গে সোনম কাপুর বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি ছবিতেই আলাদা আলাদা ভাবে নিজেকে তোলে ধরতে হয়। এ কারণে বডি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হচ্ছি।’
মন্তব্য চালু নেই