পাবনার কাশিনাথপুর বাজারে ট্রাক ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও পাঁচজন আহত
পাবনার কাশিনাথপুর বাজারে ট্রাক ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
এদের মধ্যে এক জনের পরিচয় জানা গেছে, তিনি হলে সুজানগর উপজেলার আহম্মদপুর দক্ষিনচর গ্রামের আহসান মহরী বলে পুলিশ নিশ্চিত করেছেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে পাবনা থেকে মালবাহী একটি ট্রাক কাশিনাথপুর অটোগ্যারেজ নামক স্থানে পোঁছলে অপর দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভটভটির তিন যাত্রী নিহত হয়। এসময় আহত হয় আরো পাঁচ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই