ভ্যালেন্টাইন্স ডে’র আগেই দেবের আগাম গিফট
পর্দায় তিনি রোমিও হলে পর্দার বাইরে বহু জুলিয়েটই তাঁর জন্য অপেক্ষা করেন৷ তাই সব জুলিয়েটদের জন্যই আগাম ভ্যালেন্টাইন্স গিফট দিয়ে রাখলেন নায়ক দেব৷ তাঁর পরের ছবি ‘আরশিনগর’-এর ফার্স্ট লুকই তাঁর উপহার৷
অপর্ণা সেনের ‘আরশিনগর’-এ ‘রোমিও রনো’ হয়েছেন দেব৷ এ ছবিতে তাঁর জুলিয়েট ঋত্বিকা৷ ছবির শুটিং শুরুর আগে খোদ পরিচালক জানিয়েছিলেন, এই রোমিও- জুলিয়েটকে ছাড়া তাঁর জীবনও এখন চলছে না৷ জানুয়ারীর শেষ থেকে জোরকদমে শুরু হয়েছে শুটিং৷ ছবির প্রয়োজনে ব্যান্ড সিঙ্গার হয়ে হাতে গিটারও তুলে নিয়েছিলেন দেব৷ আর গানের দৃশ্যে দেবের লুককে ‘গর্জাস’ বলে ট্যুইট করেছিলেন পরিচালক নিজে৷ তবে সে সবই যে পরিচালকের ম্যাজিক, তাইই জানিয়েছেন বিনীত টলি স্টার৷
বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধারার ছবিতে কাজ করা শুরু করেছেন অনেকদিন থেকেই৷ তাঁর ‘চাঁদের পাহাড়’ই এখনও অবধি বাংলার সেরা বাণিজ্যসফল ছবি৷ ১৩ ফেব্রুয়ারী সে ছবি মুক্তি পেতে চলেছে ওড়িশাতেও৷ ‘বুনো হাঁস’ ছবির অমল হয়েও নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন দেব৷ আর তার পরেই কাজ অপর্ণা সেনের মতো পরিচালকের সঙ্গে৷ ছবির কাজ এগোচ্ছে তরতরিয়ে৷ পরিচালকে এতটাই মোহিত নায়ক যে, টুইটারে একবার জানিয়েও ফেললেন এমন পরিচালক পাশে থাকলে আর নায়িকার সঙ্গে রোমান্স করবেন কি করে! তবে বেশিক্ষণ সে টুইট স্থায়ী হয়নি৷ জুলিয়েটদের মন রাখতেই বোধহয় সে টুইট ফিরিয়ে নেন তিনি৷
তবে ছবির ফার্স্ট লুক দিয়েই আপাতত ‘জুলিয়েট’ ফ্যানদের মনরক্ষা করেছেন দেব৷ আসল গিফট কি আরও জবর কিছু? ‘জুলিয়েট’রা যে অপেক্ষায় সে আর বলার অপেক্ষা রাখে না৷
মন্তব্য চালু নেই