হতাশাগ্রস্ত রণভীরের পাশে দীপিকা

বেশ কিছুদিন ধরেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন জনসমুক্ষে হতাশাগ্রস্ততার মত গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই অভিনেত্রী তার বয়ফ্রেন্ড রণভীর সিংয়ের সমস্যা নিয়েও তা সমাধানে যথেষ্ট ভূমিকা পালন করেছেন।

গত বছর রণভীর সিং তার এক প্রিয় বন্ধুকে হারান। হতাশা থেকে রণভীরের এই বন্ধুটি আত্মহননের পথ বেছে নেয় যা রণভীরকে ভীষণভাবে নাড়া দেয়। রণভীর এত বেশি কষ্ট পান যে এই বিষয় নিয়ে তিনি কখনও কারও সঙ্গে কথা বলেননি। এরকম এক কঠিন সময়ে দীপিকা রণভীরের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমনকি দীপিকা রণভীরকে এক ডাক্তারের সঙ্গে পরামর্শ করার ব্যাপারেও উদ্বুদ্ধ করতে সক্ষম হন।

আজ এই প্রতিভাবান অভিনেত্রী সবার পাশে এই লক্ষ্যে দাঁড়িয়েছেন যেন সাধারণ মানুষের মধ্যে হতাশাগ্রস্ততা নিয়ে এক ধরনের সচেতনতা তৈরি হয় এবং অকালে কেউ যেন প্রাণ না হারায়। নিঃসন্দেহে দীপিকার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

সূত্র: মাসালা



মন্তব্য চালু নেই