সংগীতাঙ্গনকে বিদায় জানালেন আগুন
“আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায় আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায় তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায় আ হাহাহা হাহাহা লালা লালা……”গানটির গায়ক জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন সম্প্রতি গানের ভূবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে ছোটপর্দায় তার উপস্হিতি মাঝেমাঝে লক্ষ্যনীয়।
বর্তমানে অডিও বাজারে শনির-দশা বেশ কয়েক বছর ধরেই। তাই অনেকেই এ পথ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন ধীরেধীরে। খুঁজে নিচ্ছেন বিকল্প কোন পন্থা। জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনও পা বাড়িয়েছেন সেই দলে। তাইতো তিনি জানিয়েছেন, আর কোন গানের অ্যালবাম করবেন না, এমনকি কোন মিক্সড অ্যালবামেও গাইবেন না।
তবে অভিনয়ে হয়তো নিজেকে এবার পুরোপুরি মেলে ধরবেন আগুন।
মন্তব্য চালু নেই