গানে মডেল দিঘি ও চলচ্চিত্রাঙ্গনের তারকারা

আসছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ উপলক্ষে নতুন গানের ভিডিও ‘লাল-সবুজ’। জিয়াউদ্দিন আলমের কথা ও ভিডিও পরিচালনায় এই দেশাত্মবোধক গানে মডেল হয়েছেন এক সময়ের আলোচিত শিশুশিল্পী দিঘি। গানটিতে আরো মডেল হয়েছেন আনিসুর রহমান মিলন, ববি, কাজী মারুফ, আইরিন, মারজান জেনিফা, সুব্রত, মডেল অ্যানি খান, নায়িকা অর্মিতা খান সহ অনেকে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন।

দেশের গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ৯ জন জনপ্রিয় সংগীতশিল্পী। এরা হলেন দিনাত জাহান মুন্নি, আইয়ুব শাহরিয়ার (দূরবীন), সাব্বির জামান (কোজআপ ওয়ান), রন্টিদাস (কোজআপ ওয়ান), লোপা হোসাইন, অরিন, মাসুম (পাওয়ার ভয়েস), আরিফ (বাংলাদেশ আইডল) ও আহমেদ হুমায়ন নিজে। জিসান মাল্টিমিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি আগামী ১৩ ফেব্রুয়ারি ইউটিউব, ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।



মন্তব্য চালু নেই