যৌথবাহিনী অভিযানে বিএনপি-জামায়াতের ১৯ কর্মী গ্রেফতার

গাইবান্ধা জেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গাইবান্ধা সদরসহ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ, র‌্যার্ব ও বর্ডার গার্ডর(বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান চালায় ।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, দুপুরে আটক নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা বোমা হামলা চালিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি।



মন্তব্য চালু নেই