দিনাজপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের আশ্বাসের প্রেক্ষিতে রাত পৌনে ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক ইউনিয়ন। এতে রাত ৮টার দিকে থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ রফিক।
এর আগে, মোটর পরিবহন শ্রমিকরা বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর শহরের কালীতলা এলাকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ভাঙচুর এবং শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর হামলা চালায়।
প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে বাঁশেরহাট এলাকায় কয়েকটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায় এবং বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন যাত্রীদের নিরাপত্তার অজুহাতে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।
মন্তব্য চালু নেই