মিঠাপুকুরে সরকারী কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরন
ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভমেন্ট ফেজ-২ এর আওতায় মিঠাপুকুরের সরকারী কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরন করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে এ পিসিগুলো বিতরন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্বাবধানে ট্যাবলটে পিসি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। মিঠাপুকুরে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভমেন্ট ফেজ-২ আওতায় এ উপজেলায় ৩০ জন সরকারী কর্মকর্তাকে এসব পিসি দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, সরকারীভাবে ট্যাবলেট পিসি পাওয়ার পর কাজের গতি আরও বৃদ্ধি পাবে। আমরা তাৎখনিকভাবে সরকারী ই-মেইলে আদান প্রদানসহ তথ্যগত সেবা পেয়ে যাব।
উপজেলা প্রকল্প ও ত্রান কর্মকর্তা মোশফিকুর রহমান বলেন, জরুরী প্রয়োজনে আমার সরকারী বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে জন সাধারনের সেবার মান আরও বাড়াতে পারবো।
উপজেলা নির্বাহি অফিসার মুহা. হারুন-অর রশিদ বলেন, সরকারী কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরনের ফলে কাজের গতি বৃদ্ধি ভাবে। তারা আরও দ্রুত গতিতে সরকারী সুযোগ সুবিধা জনগনের দোড় গোড়ায় পৌঁছাতে পারবে।
মন্তব্য চালু নেই