রহস্যময় চিঠি পড়ে কেঁদে ফেললেন মৌসুমী হামিদ
সবার সঙ্গে আড্ডায় ব্যস্ত মৌসুমী হামিদ। হঠাৎ তার হাতে একটি চিঠি আসে। স্বাভাবিকভাবেই তিনি চিঠিটি খুললেন। মন দিয়ে পড়লেন কিছু সময়। তারপরই চিঠিটি তিনি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। কেঁদে ফেললেন সবার মধ্যে।
আড্ডায় উপস্থিত সবাই তো তার এ ব্যবহারে অবাক। কেন তিনি সবার সামনে সামান্য একটা চিঠি ছিঁড়ে কান্নাকাটি শুরু করলেন? কী লিখা ছিল সেই চিঠিতে? গল্পটি এটিএন বাংলায় প্রচার চলতি ‘ডলস হাউস-২’ ধারাবাটিক নাটকের। নাটকে এমন চরিত্রে অভিনয় করলেন মৌসুমী হামিদ।
আফসানা মিমির মূল ভাবনা নাটকটি রচনা করেছেন নজরুল ইসলাম। যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু।
এ নাটক প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নাটকটির গল্প খুবই মজার। অভিনয় করার সময় খুবই মজা পাচ্ছি। সবাই একসঙ্গে অভিনয় করতে করতে একটি পরিবারের সদস্য হয়ে গেছি। নাটকটি দর্শক জনপ্রিয়তা পাচ্ছে।
আশা করি, দর্শক জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। নাটকটি প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হচ্ছে।
মন্তব্য চালু নেই