মিশরে ফুটবল ম্যাচ দেখা নিয়ে দর্শক ও নিরাপত্তারক্ষীর সংঘর্ষ, মৃত ২৫

মিশরে একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ল দর্শক ও নিরাপত্তা বাহিনী। ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ২৫ জনের। ৩৫ জন আহত হয়েছেন এই ঘটনায়।

 

মিশরের অভ্যন্তরীন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এয়ার ডিফেন্স স্টেডিয়ামের বাইরে ঘটনাটি ঘটেছে। সেই সময় ‘ইজিপ্সিয়ান প্রিমায়ার লিগ ক্লাবস জামালেক’ এর সঙ্গে ম্যাচ চলছিল ‘ইএনপিপিআই’-য়ের। সূত্রের খবর, ‘জামালেক’-এর সমর্থক, যাঁরা ‘আল্ট্রাস হোয়াইট নাইটস’ নামে পরিচিত, তাঁরা বিনা টিকিটেই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। প্রায় ১০ হাজারেরও বেশি সমর্থক শুধু স্টেডিয়ামে ঢোকারই চেষ্টা করেননি, সেই সঙ্গে তা ভেঙ্গে ফেলার চেষ্টা করে বলেও জানা গিয়েছে। নিরাপত্তা কর্মী ও ভক্তদের মধ্যে বিবাদের শুরু তখন থেকেই। তা ক্রমেই মারাত্মক সংঘর্ষের পর্যায়ে চলে যায় বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের গাড়িতেও তারা আগুন ধরিয়ে দেয় বলে সূত্রের খবর। সংঘর্ষে যোগদানকারীদের ছত্রভঙ্গ করতে ততপর হয় পুলিশ। এর জেরেই পালাতে শুরু করে সবাই। তখনই মৃত্যু হয় ওই ২৫ জনের। এইধরণের হিংস্রতার জেরে ১৭ জন জামালেক সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

 

এই ঘটনা মিশরে প্রথমবার নয়। এর আগেও একটি ফুটবল ম্যাচে এই ধরনের ঘটনা ঘটেছে মিশরে। সেই ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৭৪ জন।

 



মন্তব্য চালু নেই