খালেদাকে গ্রেফতারের কথা আসছে কেন, প্রশ্ন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
বিএনপি চেয়ারপারসনকে আটকের কোনো পরিকল্পনা রয়েছে কি না- এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “গ্রেফতারের কথা আসছে কেন?”
তিনি বলেন, “গ্রেফতার তো বিচারিক আদালত যখন বলবে, তখন গ্রেফতারে করব। এখন এই প্রশ্ন আসছে না।”
রোববার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
নতুন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দেখা করাটা ‘সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ’ ছিল জানিয়ে তিনি বলেন, “উনি সুপ্রিম কোর্টের নিরাপত্তার উন্নয়ন করতে বলেছেন। সেটা আমরা দেখব।”
অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতাকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
আটকের পর মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে নেওয়া হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “নতুন আইনের প্রয়োজন নেই। সন্ত্রাসবিরোধী একটা আইন আছে ২০০৯ সালের।
তিনি বলেন, “আমরা সেই আইন প্রয়োগ করব। আমরা যে কোনো মূল্যে সন্ত্রাস দমন করব। সেখানে যে আইন হয়, সেই আইন দিয়ে বিচার করব।”
দেশে কোনো ‘ক্রসফায়ার’ হচ্ছে না দাবি করে প্রতিমন্ত্রী এই বিষয়ে বলেন, “বন্দুকযুদ্ধ শুধু আমাদের বাংলাদেশে হয় না কি, সারা পৃথিবীতে হচ্ছে। যেখানেই সন্ত্রাস হচ্ছে, আপনি দেখছেন, ফ্রান্সে চারজন মেরে ফেলেছে। আপনি দেখছেন, আমেরিকায় হাত না তুললেই গুলি করে মেরে ফেলে। কাজেই যেখানে সন্ত্রাস দমনের প্রয়োজনীয়তা দেখা দেয়, পুলিশ যেখানে অ্যাকশনে যায়, সন্ত্রাসীকে ধরতে যায়, সেখানেই বন্দুকযুদ্ধ হয়।”
মন্তব্য চালু নেই