ফরিদপুরে সহিংসতা বন্ধে দুই সংগঠনের মানববন্ধন

“সবার উপরে দেশ” “দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও জানমালের নিরাপত্তা চাই ব্যবসার পরিবেশ চাই” এতো সব স্লোগান নিয়ে রাজপথে দাড়িয়েছে ফরিদপুরের ব্যবসায়ী সমাজ ও সাধারন জনগন।

আজ রবিবার দুপর ১২টা হতে ১২টা ১৫ পনের মিনিট পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে জাতীয় পতাকা হাতে রাজপথে দাড়িয়ে পড়েন ফরিদপুরের ব্যবসায়ী সংগঠন ফরিদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির ব্যবসায়ীরা ও সাধারন জনগন। ফরিদপুরের এফসিসিআই এর সভাপতি আওলাদ হোসেন বাবরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক শফিকুজ্জামান মানিক, আব্দুস সালাম বাচ্চু, চিত্তরঞ্জন ঘোষ, মনোয়ার হোসেন, জয়গোবিন্দ সাহা, মতিউর রহমান নান্নু, ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলামসহ প্রমুখ।

এর আগে একই স্থানে ১১টা হতে আধা ঘন্টা চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ ও শীর্ষ দুই দলের দুই নেত্রীকে সংলাপে বসার আহবানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা কমিটি।

জেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা কমিটির সাধারন সম্পাদক খন্দকার অহিদুজ্জামান ওহিদ, সামসুদ্দিন মাতুব্বর, মাওলানা আব্দুল করীমসহ প্রমুখ। এই মানববন্ধনে সহিংসতা বন্ধে দুই সংগঠনের নেতারা অবিলম্বে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রনের দাবী জানান সরকারের কাছে।



মন্তব্য চালু নেই