১০ মিনিটের জন্য একদম স্তব্ধ মির্জাপুর

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে আজ মির্জাপুর উপজেলা ১০ মিনিটের জন্য থেমে গিয়েছিল।

শনিবার সকাল ১০টা থেকে ১০টা ১০মিনিট পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি মির্জাপুর উপজেলা শাখা।

এ সময় মির্জাপুর উপজেলা সদরে সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা দোকানে বেচাকেনা বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকরা তাদের যানবাহন থামিয়ে দেন। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে কমিটির আহবায়ক ও মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, যুগ্ম আহবায়ক যথাক্রমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র শহীদুর রহমান শহীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই