দিনাজপুরে ফেন্সিডিলসহ মিনি পিকআপ আটক
০৯ মে, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরের হাবিলদার মোঃ তায়েজ উদ্দিন এর নেতৃত্বে একটি টহলদল ফুলবাড়ী নারায়নপুর নামক স্থানে মিনি পিকআপ নম্বর রংপুর-ন-১১-০৭৫৫ ঘটনাস্থলে আসলে টহলদল পিকআপটিকে থামানোর সংকেত দেয়।
পিকআপের ড্রাইভার টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে মিনি পিকআপটি নিয়ে পালাতে চেষ্টা করে। ড্রাইভার রাস্তার পাশে মিনি পিকআপটি হঠাৎ থামিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থল হতে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ফেন্সিডিলসহ পিকআপটি আটক করে ।
এছাড়াও ০৮ মে হতে ০৯ মে পর্যন্ত বিরামপুর ও দিনাজপুর সদর, বিজুল, ভাতখোড়, মনিপুর, কাজীপাড়া নামক স্থানে হাবিলদার বেলায়েত হোসেন, হাবিলদার সেলিম মির্জা, নায়েক আব্দুলাহ এবং নায়েক আব্দুল আজিজ এর নেতৃত্বে মোট ১৫৪ বোতল ফেন্সিডিল এবং ১০৪০টি বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করে ।
আটককৃত ফেন্সিডিল ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে এবং মিনি পিকআপ এবং বিভিন্ন প্রকার ট্যাবলেট সিজারের মাধ্যমে দিনাজপুর শুল্ক গুদামে জমা করা হয়েছে।
মন্তব্য চালু নেই