দিনাজপুরের ফুলবাড়ীতে বিদুৎর্স্পস হয়ে এক যুবকের মুত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার সন্ধা ৬ টায় ডিস এন্টিনার লাইনের সংযোগ স্থাপন করতে গিয়ে বিদুৎর্স্পস হয়ে সাজ্জাদুর রহমান সাজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবক উপজেলার রামভদ্রপুর গ্রামের আববাস চকিদারের ছেলে।
পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেল ৫টায় রামভদ্রপুর গ্রামের আবেদ আলীর বাড়ীতে ডিসএন্টিনার লাইন সংযোগ দিতে গিয়ে নিহত সাজু বিদুৎ র্স্পস হযে গুরতর আহত হয় তৎনাথ তাকে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তিকরা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই