দিনাজপুরের সঙ্গে সারাদেশের বাস যোগযোগ এখনও বন্ধ

শিার্থীদের সঙ্গে সংঘর্ষের পর দ্বিতীয় দিনের মত দিনাজপুরের সঙ্গে সারাদেশের বাস যোগযোগ বন্ধ রয়েছে। শুক্রবারও জেলার কোনো বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়েনি।
অপরদিকে গতকাল সকাল থেকে নিভিন্ন ষ্ট্যান্ডে শ্যাল মেশিন চালিত নছিমন ও ব্যাটারী চালিত অটো রিক্সা ভাংচুর করে পরিবহন শ্রমিকরা।
দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাব্বি জানান, গাড়ি চলাচলে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
বুধবার বিকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাসের সাথে ঢাকাগামী কোচের সংর্ঘষের পর ছাত্র-শ্রমিক মারামারি এবং গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
এর প্রতিবাদেই রাত ৯টা থেকে শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ করে দেয়।
এদিকে, মারধরের প্রতিবাদে এবং শ্রমিকদের বিচারের দাবিতে ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে শিার্থীরা। তবে শিকদের আশ্বাসে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এটিএম সফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাংচুর ও শিার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে আবারও আন্দোলন শুরু করার আল্টিমেটাম দিয়েছে শিার্থীরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে যাতায়াত করতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।



মন্তব্য চালু নেই