দিনাজপুরে স্টুডেন্ট সোসাইটি অব বিরামপুরের পুরষ্কার বিতরন

স্টুডেন্ট সোসাইটি অব বিরামপুরের আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা মিলনায়তনে সাংবাদিক মাহমুদুল হকের সঞ্চালনায় সোসাইটির সভাপতি মাজহারুল ইসলাম তামিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর ডিগ্রী কলেজের অধ্য মোঃ ফরহাদ হোসেন, মাধ্যমিক শিা কর্মকর্তা এসএম জিন্নাহ্, পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক আরমান হোসেন এবং সাংবাদিক আকরাম হোসেন।
সভাপতি মাজহারুল ইসলাম জানান, এ মাসের ১তারিখ থেকে উপজেলার সাতটি বিদ্যালয়ে মোট ৬’শ ৫১ জন প্রতিযোগীকে নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত ভাবে বিশজনকে বাছাই করে প্রত্যেককে একটি করে ক্রেষ্ট ও সনদ দেওয়া হয়। প্রতিযোগিতায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের রিয়াজুল ইসলাম প্রথম, পাইলট উচ্চ বিদ্যালয়ের আফসান নুরীন দ্বিতীয় এবং শিবপুর উচ্চ বিদ্যালয়ের মোয়াজ্জেম হোসেন তৃতীয় স্থান লাভ করে।



মন্তব্য চালু নেই