রাজবাড়ীর কিছু খবর :

বালিয়াকান্দি গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম পশ্চিমপাড়া এলাকায় গড়াই নদীতে অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন।

এলাকাবাসী বালু উত্তোলনে বাধা দিলেও তার কোন তোয়াক্কা না করেই ক্ষমতার দাপট দেখিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে।

শুক্রবার দুপুরে সরেজমিন গড়াই নদীতে গিয়ে দেখা যায়, বালিয়াকান্দি উপজেলার কোনাগ্রামের সীমানায় অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন বসিয়েছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের জামাল। বালু উত্তোলন করে টিকারবিলা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে পাইপের মাধ্যমে।

স্থানীয় এলাকাবাসী জানান, জামাল হোসেন গড়াই নদীতে দীর্ঘদিন যাবৎ বালিয়াকান্দির সীমানার মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনে বাধা দিলেও ক্ষমতার দাপট দেখিয়ে বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবীজানান।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

বালিয়াকান্দির সমাধিনগর ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর পার্থসারথী নাট মন্দির প্রাঙ্গনে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ১২১তম বার্ষিকী ২৪প্রহর ব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি পরিতোষ সরকার জানান, ৩ ফেব্রুয়ারী মদ্ভাগবত পাঠ, গৌর কীর্তন, মহানামযজ্ঞের অধিবাস, ৪ থেকে ৬ ফেব্রুয়ারী মহানাম সংকীর্তন পরিবেশন করে, যশোরের গৌর নিতাই, মাগুরার রাধাকৃষ্ণ, খুলনার জয়শ্রী, রাজবাড়ীর অদ্বৈত, নড়াইলের রাধাগোবিন্দ, ঝিনাইদহের রাজলক্ষী সম্প্রদায়।

৭ ফেব্রুয়ারী নগর কীর্তন, জলকেলি, মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হান্নান মাষ্টার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ অতিথি হিসাবে নামযজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন। এ উপলক্ষে এলাকায় বসেছে গ্রামীন মেলা।

 

বালিয়াকান্দিতে উরস উপলক্ষে জাকের পার্টির শান্তি র‌্যালী অনুষ্ঠিত
ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে আগামী ১৪,১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারী মহা পবিত্র বিশ্ব উরস উপলক্ষে শুক্রবার বিকালে BK-01রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শহরে শান্তি র‌্যালী করেছে জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দেশে শান্তি চাই, শান্তি আনতে উরস শরীফে যোগদিনসহ বিভিন্ন শ্লোগান নিয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দেশে চলমান পরিস্থিতির প্রেক্ষিতে উরস উপলক্ষে এ র‌্যালিটি বের করা হয়।

 

 

বালিয়াকান্দিতে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপুর্ণ ভাবে শুরু
বিএনপি-জামায়াত জোটের হরতালের কারণে দু,দফা পেছানোর পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩টি কেন্দ্রে শুক্রবার সকাল ৯টা থেকে শান্তিপুর্ণ পরিবেশে এস,এস,সি, দাখিল ও এস,এস,সি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৪শত ২৬জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৮জন অনুউপস্থিত।

এস,এস,সি ( ভোকেশনাল) বাংলা পরীক্ষায় ২শত ৬০ শিক্ষার্থীর মধ্যে ২শত ৫৯জন অংশ গ্রহন করেছে। বহরপুর কেন্দ্রে এস,এস,সিতে ৪শত ৫১জন শিক্ষার্থীর মধ্যে ৪শত ৫০জন শিক্ষার্থী বাংলা ১মপত্র পরীক্ষায় অংশ গ্রহন করেছে। বালিয়াকান্দি আলীম মাদ্রাসা কেন্দ্রে ২শত ৯৪জন শিক্ষার্থীর মধ্যে ২শত ৯১জন শিক্ষার্থী দাখিল কোরআন পরীক্ষায় অংশ নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন। প্রথম দিনের পরীক্ষা শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য চালু নেই