কবিতার দৃষ্টিভঙ্গি-১

কবিতার দৃষ্টিভঙ্গি-১
সূর্য পলাশ
(গণ বিশ্ববিদ্যালয়, আইন বিভাগ)

কবিতা অপমৃত্যু ঘৃণা করে !
কবিতার চোখে অগ্নিদগ্ধ মানব দেহ-
নিজেরই মৃত্যুতুল্য !

কবিতা বিশ্বাস করে,
প্রতিটি জীবন্ত মুহূর্তের, স্বপ্নেরই আছে-
অমূল্য এক মুল্য !

যার মাপযন্ত্র,
জীবনের প্রতি জীবনের মমত্ব বোধ ।
কবিতা অপরাজনীতির হিংস্রতায়,
অপমৃত্যু করবে রোধ !

কবিতা ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে সোচ্চার,
কবিতা সত্য, সাম্য, সুন্দরে দুর্বার ,
কবিতা তোয়াক্কা করে না আগ্নেয়াস্ত্রের হুঙ্কার,
কবিতা ঘৃণা করে ক্ষমতার অপব্যবহার



মন্তব্য চালু নেই