চুপি চুপি বিয়ে করলেন শ্রেয়া

চুপি চুপি বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত তারকা শ্রেয়া ঘোষাল। পাত্র ছোটবেলার প্রেম শিলাদিত্য মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে বাঙালী রীতিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে শুভ কাজটি সেরে নেন শ্রেয়া ও শিলাদিত্য।

ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার রাতে সাত পাঁকে বাঁধা পড়লেন শ্রেয়া ঘোষাল। নিজের মনের মানুষকেই জীবনসঙ্গী করেছেন তিনি। ফেসবুকের মাধ্যমে খবরটি তার ভক্ত ও অনুরাগীদের জানিয়েছেন। নববিবাহিত জীবনের জন্য ভক্তদের কাছে শুভকামনা প্রত্যাশা করেছেন শ্রেয়া।

এ সময়ের বাংলা ও হিন্দি গানে তুমুল জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল। বলিউডের প্রথম সারির সঙ্গীত তারকাদের মধ্যে তিনি একজন। ভারতের আরও কিছু ভাষার গানেও বেশ পারদর্শী ৩০ বছর বয়সী এ গায়িকা।

জনপ্রিয় এ গায়িকার পৈত্রিক বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে। ১৯৪৭ সালে পশ্চিম বাংলা চলে যান শ্রেয়ার দাদু সুধীর চন্দ্র ঘোষাল।



মন্তব্য চালু নেই