জয়া-রুহি নাকি মাহি? (ভিডিও)
৬ ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে মুক্তি পাবে বহু প্রতিক্ষিত দুটি চলচ্চিত্র। একটি চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত বিগ ব্রাদার এবং অপরটি জয়া, রুহি অভিনীত জিরো ডিগ্রী। এ অভিনেত্রীরা প্রত্যেকেই বেশ জনপ্রিয়। প্রত্যেকেরই আলাদা আলাদা দর্শক রয়েছে। প্রতিবার তাদের সিনেমা আলাদা ভাবে মুক্তির পর দর্শকরা তাদের বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। এবার একই দিনে তাদের সিনেমা মুক্তি পাচ্ছে। একসঙ্গে মুক্তি পাওয়ার কারণে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার ব্যাপার চলে আসছে। এবার দেখার পালা দর্শক কাকে বেশি গ্রহণ করেন। জয়া-রুহি নাকি মাহিকে? প্রশ্নের উত্তর মিলবে কালই।
বিগ ব্রাদার : রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন উইনার ফিল্মস। সাফি উদ্দীন সাফি পরিচালিত বিগ ব্রাদার সিনেমায় অভিনয় করেছেন শিপন, মাহিয়া মাহি, আহমেদ শরীফ, প্রবীর মিত্র, ড্যানি সিডাক, রেবেকা, বিপাশা প্রমুখ। এতে গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও অদিত। গানগুলোর কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান, কনা, শারমিন রমা, দোলা, কিশোর ও হাসিব।
বিগ ব্রাদার সিনেমার ট্রেইলার :
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=0d_kvcaL-Yg
জিরো ডিগ্রী : অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী সিনেমাটি দুই পর্বে মুক্তি পাচ্ছে। প্রথম পর্বে কাল শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্লে প্রোডাকশনসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, তারিক আনাম খান, ইরেশ যাকের, টেলি সামাদ, রাব্বি, জায়িদ প্রমুখ।
থ্রিলার ধাঁচের এ চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ও ভুপেন হাজারিকার গানও রয়েছে। এছাড়া গান লিখেছেন পরিচালক অনিমেষ আইচ। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, জেমস, ন্যান্সি, প্রীতম, সন্ধি প্রমুখ।
জিরো ডিগ্রি সিনেমার ট্রেইলার :
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=tAuCXLYAofc
মন্তব্য চালু নেই