শিক্ষার্থীদের গণভবন ঘেরাওয়ের আহ্বান ছাত্রদলের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে কর্মসূচি পালন না করে কোমলমতি শিক্ষার্থী ও পরীক্ষার্থীদেরকে গণভবন ঘেরাওয়ের আহ্বান জানিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের উচিত গণভবন ঘেরাও করে অবৈধ প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা।’

শিক্ষার্থীদের উদ্দেশ করে ছাত্রদলের এই দুই শীর্ষ নেতা আরো বলেন, ‘অবৈধ সরকার তোমাদেরকে কর্মী বাহিনীর মত ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। সে ব্যাপারে তোমাদেরকে সদা সতর্ক থাকতে হবে।’

বিবৃতিতে তারা দাবি করেন, ‘সরকারের কিছু দুষ্কৃতিকারী অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে মানববন্ধনের নামে দলের কর্মী-বাহিনীর মতো ব্যবহার করছে। অনেক স্কুল-কলেজকে বাধ্য করা হচ্ছে তাদের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এসে কর্মসূচিতে যোগ দিতে।’

শিক্ষার্থীদের ‘সুন্দর ভবিষ্যত’ গঠনের জন্য আন্দোলন চলছে- মন্তব্য করে নেতৃদ্বয় আরো বলেন, ‘জীবনে এমন কিছু অপ্রিয় কাজ আছে- যা সুন্দর ভবিষ্যতের জন্য করতে হয়। এখন দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন-সংগ্রাম চলছে সেটি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্যও।’

ক্ষমতাসীনরা বিরোধী দলে থাকা অবস্থায় ‘নায্য কারণ’ ছাড়াই পরীক্ষার সময় দিনের পর দিন হরতাল দিয়েছে- দাবি করে তারা বলেন, ‘কিন্তু এখন তারা সেটি বেমালুম ভুলে গেছে। তার অর্থ হল আওয়ামী লীগ নিজ স্বার্থ চরিতার্থের জন্য যতটা সম্ভব নিচে নামতে পারে। তারা মিথ্যাবাদী, তারা প্রতারক। যেখানে গণতন্ত্র অনুপস্থিত থাকে সেখানে শিক্ষার পরবর্তী জীবন আরো দুর্বিষহ।’

নেতৃদ্বয় অভিযোগ করেন, ‘সরকার পরীক্ষার্থীদেরকে হাতিয়ার বানিয়ে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নির্বাসনে পাঠিয়ে স্থায়ীভাবে একটি অবৈধ ও অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।’ শিক্ষার পথ সুগম করতে দ্রুততম সময়ের মধ্যে সরকারকে পদত্যাগের আহবান জানান ছাত্রদলের এ দুই নেতা।



মন্তব্য চালু নেই