চাটমোহরে যুব দলের বিক্ষোভ মিছিল ॥ পুলিশি বাধায় পন্ড

দেশে চলমান অবরোধ হরতালের সমর্থনে, ২০ দলীয় জোটের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে, আটককৃত নেতা কর্মীর মুক্তির দাবীতে বুধবার পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মিছিল শুরুর পর পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়। এসময় পথ সভার মাধ্যমে যুব দল নেতৃবন্দ তাদের কর্মসূচী শেষ করে।

জানা গেছে, বিকেল সাড়ে ৪ টার দিকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবন্দ বালুচর মাঠে সমবেত হয়। এর পর তারা মাঠের দক্ষিণ পূর্ব পাশ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা গেটের দিকে যেতে থাকে। এসময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে উপজেলা পরিষদের পূর্বপাশে রাস্তায় তারা পথ সভা করে।

পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক সেলিম রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল করিম আরোজ খান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন মানিক।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মোমিনুর রহমান চঞ্চল, আব্দুস সালাম, জাবেদ মোল্লা, পৌর স্বেচ্ছা সেবক দল সভাপতি জাকির হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক লেবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক তানভীর জুয়েল লিখন, বিএনপি নেতা আব্দুস সালাম সরকার, হারুনর রশীদ, আব্দুল হাই, যুবনেতা রবিউল ইসলাম, বাবু, এনামুল হক, ছকির উদ্দিন, তুহীন, রেকাত, মনির প্রমুখ।



মন্তব্য চালু নেই