মানুষ বাঁচাতে খালেদাকে গ্রেপ্তার করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা গণহত্যার নায়িকা। গণআন্দোলনের নামে পেট্রোলবোমা হামলা চালিয়ে তিনি মানুষ হত্যা করছেন। সরকারের কাছে আমার অনুরোধ, বাংলার মানুষকে বাঁচাতে চাইলে খালেদাকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করুন।’
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী আরো বলেন, ‘গভীর রাতে পেট্রোল বোমা হামলা চালিয়ে কুমিল্লায় সাত জনকে পুড়িয়ে অঙ্গার বানানো হয়েছে। এর দায় বেগম খালেদা জিয়াকেই নিতে হবে।’
তিনি বলেন, ‘খালেদার বিষদাঁত ভেঙে আমরা স্বাধীনতাকে রক্ষা করবো। স্বাধীনতাকে নস্যাৎ করতে স্বাধীনতা বিরোধীরা ওঠেপড়ে লেগেছে। তারা এর মাধ্যমে একাত্তরের পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চায়।’
এসময় তিনি বলেন, ‘খালেদাকে অচিরেই গ্রেপ্তার করা না হলে ৭ ফেব্রুয়ারি এমন কর্মসূচি দেয়া হবে তাতে তিনি দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না।’



মন্তব্য চালু নেই