জরুরি অধিবেশন ডাকুন: রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় মহাসচিব
সারা দেশে গুম, খুনের ঘটনায় রাষ্ট্রপতিকে সংসদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নবনির্বাচিত মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশের গুম, খুনের প্রতিবাদে আয়োজিত এক মানবন্ধনে এ আহ্বান জানান তিনি। জাতীয় পার্টি এ মানববন্ধনের আয়োজন করে।
বাবলু বলেন, ‘সংসদে আজ অধিবেশন থাকলে আমরা সংসদে গিয়ে কথা বলতাম। হত্যা, খুন, গুম থেকে আমরা সারা দেশের মানুষকে মুক্তি দিয়ে চায়। দেশের ১৬ কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’
দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও মন্তব্য করেন বিরোধী দলের মহাসচিব।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বাবলু বলেন, ‘আপনি নিহতদের পরিবারের কান্না শুনুন। যে সন্তান তার বাবাকে হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে তার আর্তনাদ শুনুন।’
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংসদ নুরুল ইসলাম ওমর, সাংসদ এম এ হান্নান, সাংসদ সৈয়দ আবুল হোসেন বাবলা, জাতায় পার্টির কেন্দ্রীয় নেতা রওশান আরা মান্নান, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
মন্তব্য চালু নেই