রাবি অধ্যাপক তাহের আহমেদ মৃত্যুবাষিকী উপলক্ষে স্মরণ সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদের ৯ম মৃত্যুবাষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে আয়োজিত এ সভায় অধ্যাপক এস তাহের আহমেদ হত্যাকা-ের বিচার কার্যক্রম শেষ করে তা দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজ বাড়িতে তিনি প্রফেসর এস তাহের আহমেদকে হত্যা করা হয়। স্মরণ সভায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আব্দুল লতিফ, বিভাগের প্রফেসর হামিদুর রহমান, সিনিয়র ফিল্ড অফিসার মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভাটি উপস্থাপনা করেন বিভাগের প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম।
মন্তব্য চালু নেই