অনলাইনে মুক্তি পেল ‘কসমিক সেক্স’ (৪টি ভিডিওসহ)
‘কসমিক সেক্স’। গতকাল অনলাইনে মুক্তি পেল পরিচালক অমিতাভ চক্রবর্তীর ব্যতিক্রমী সিনেমা ‘কসমিক সেক্স’। ‘গান্ডু’র পর দ্বিতীয় সিনেমা হিসাবে ইন্টারনেটেই বিশ্বের কাছে আত্মপ্রকাশ ঘটালো এই সিনেমাটি। সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, ঋ, আয়ুষ্মান মিত্র, মুরারী মুখোপাধ্যায়, পাপিয়া ঘোষাল এবং ঋক। দেহতত্ত্বের মতো জটিল বিষয়কে মাথায় রেখেই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক অমিতাভ চক্রবর্তী।
বাংলার বাউল ফকিরদের ঈশ্বর সাধনার এক মাধ্যম হল দেহ। শরীরই এখানে সাধনার আধার। ভোগ তৃপ্তি না হলে ত্যাগ আসবেনা। শরীরের চাহিদা না মিটলে ঈশ্বর মিলন হবে কি করে? এই শরীরই সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সব কিছু অনুভব করায়। যৌন মিলনের তীক্ষ্ন সুখ আর ঈশ্বর মিলনের সুখের মধ্যে খুব তফাত এই দেহতত্ত্বে। তাই ঈশ্বর ভজনার প্রস্তুতি উপাচার কোথাও যেন মিলে যায় বাউল ফকিরদের সাধনার ধরনে। আর এমন ভাবেই গড়ে ওঠে এক আখ্যান।
http://www.cosmicsex.in সাইটে লগ ইন করে আপনি দেখতে পাবেন এই সিনেমাটি।
https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=bm5396pNXBo&feature=player_embedded&x-yt-cl=85114404
https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=YcZgqcba2Ug&x-yt-cl=85114404&feature=player_embedded
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=VUoH9dQpuCA&x-yt-cl=85114404&x-yt-ts=1422579428
https://www.youtube.com/watch?feature=player_embedded&x-yt-cl=85114404&v=C4bHkiXGzVo&x-yt-ts=1422579428
মন্তব্য চালু নেই