‘খালেদার ইন্টারনেট-টেলিফোন লাইন বিচ্ছিন্নকারীদের ধন্যবাদ’

যারা খালেদা জিয়ার কার্যালয়ের ইন্টারনেট ও টেলিফোন লাইন কেটে দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘যারা খালেদা জিয়ার ইন্টারনেট ও টেলিফোন লাইন কেটে দিয়েছে তাদের ধন্যবাদ জানাই। কারণ খালেদা জিয়া নিজেই সহিংসতার নির্দেশ দিতেন, এ তথ্য আমাদের কাছে আছে। তিনি (খালেদা জিয়া) এখন সন্ত্রাসী ও নৈরাজ্যের নেত্রী হয়ে গেছেন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার এক মানববন্ধনে এ দাবি জানান তিনি। স্বাধীনতা শিক্ষক পরিষদ ওই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় পেট্রোলবোমা হামলাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অবিলম্বে সংসদে বিল আনার দাবি জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘পেট্রোলবোমা নিক্ষেপকারীদের বিরুদ্ধে অবিলম্বে সংসদে বিল উত্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে ওই পেট্রোলবোমা হামলাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে শাস্তি দেওয়া যায়।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার পেট্রোলবোমা বাহিনীর হামলা থেকে ছাত্রছাত্রীরাও রেহাই পাচ্ছে না। সাধারণ মানুষের মতো বিএনপির সমর্থকরাও এ থেকে রেহাই পাচ্ছেন না।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।



মন্তব্য চালু নেই