হ্যাপি-রুবেলের গোপন ভিডিও’র নামে এসব কি?
গণমাধ্যমগুলোতে হ্যাপি-রুবেল ইস্যুর আবেদন ফুঁরিয়ে গেলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনও সতেজ। এ কারণেই প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্যের সঙ্গে অডিও ও ভিডিও ক্লিপস প্রকাশ পাচ্ছে।
সম্প্রতি এ বিষয়ে খোঁজ নিতে অনলাইনে সার্চ দিতেই মিলে যায় অসংখ্য তথ্য, সেই সঙ্গে ভিডিও ক্লিপস। যদিও বেশির ভাগ তথ্যের কোন উৎস উল্লেখ নেই।
অন্যদিকে ভিডিওগুলোর বেশির ভাগই দেখা যায় না। কিংবা দেখা গেলেও, তাদের চিহ্নিত করা যায় না। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে হ্যাপি-রুবেলের গোপন ভিডিও নাকি প্রকাশ হয়েছে নেট দুনিয়ায়। এসব ভিডিওতে তরুন প্রজন্মের চরম অবক্ষয়ের পরিচয় পাওয়া যায়। আবার এসব ভিডিও গুলো চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। যেহেতু প্রকাশ পাওয়া ভিডিও গুলোর সঠিক কোন তথ্যের উৎস উল্লেখ নাই, সেহেতু এটিকে একটি অপপ্রচার বলা হচ্ছে। তেমনি একটি ভিডিও দেয়া হলো এখানে।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=6WsXny1w_rs&x-yt-cl=85114404&x-yt-ts=1422579428
https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&v=QluYj4ZlSDE&feature=player_embedded&x-yt-ts=1422579428
মন্তব্য চালু নেই