বান্দরবানের লামায় প্রিমিয়ার লীগ-এর শুভ উদ্বোধন

“মাদককে না বলুন, ক্রীড়ার সাথে মেতে উঠুন” শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে লামা ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে রবিবার বেলা ১২ঘটিকায় লামা প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

লামা উপজেলা পরিষদের সামনে হতে বর্ণাঢ্য র‌্যালি লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদর্ক্ষিণ করে। র‌্যালীত্তোর শহীদ মিনার চত্বরে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, লামা পৌরসভার ৭,৮ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, লামা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, লামা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন তপন, লামা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহেদুল ইসলাম খোকা, লামা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি আকাশ সুমন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শাহীন সহ প্রমুখ।

চাম্পাতলী ৩৩ আনসার ব্যাটালিয়ান মাঠে অনুষ্ঠিত প্রিমিয়াম লীগের লীগ পদ্ধতি খেলায় মোট ৬টি দল অংশগ্রহণ করছে। দল গুলো হচ্ছে মাতামুহুরী রয়্লেস, মিরিঞ্জা ফাইটার্স, লুলাইং ডেবেজ, সুখিয়া রোভার্স, দুখিয়া রেইঞ্জার্স, কালাপাহাড় ক্যালেন্ডার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, স্থানীয় খেলোয়াড়দের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে লামা প্রিমিয়াম লীগের এই ক্রিকেট আসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একমাত্র ক্রীড়াই পারে সকল মতামতের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে। যুব সমাজকে নেশার হাত থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। লামা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি আকাশ সুমনের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়।



মন্তব্য চালু নেই