এবার হ্যাপির কণ্ঠে গান (অডিও)
দীর্ঘ নয় মাসের প্রেমের বিষাদময় ইতি ঘটে গেছে নাজনীন আক্তার হ্যাপির। মামলার মধ্য দিয়ে সময় পার হচ্ছে তার। বসে নেই জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। আগাম জামিন, হাজতবাস আর পুনরায় জামিনে মুক্ত হয়ে এখন তিনি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় জাতীয় ক্রিকেট দলের সঙ্গে। হ্যাপি জীবনের সব কাজ-কর্ম ছেড়ে দিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন।
হ্যাপি আগেই বলেছিলেন, রুবেল তার সঙ্গে যে অন্যায় করেছে দুনিয়ার আদালতে ন্যায়বিচার না পেলেও পরকালের আদালতে অবশ্যই এর ন্যায়বিচার পাবেন। সেই সূত্রেই হ্যাপি গেয়ে ফেললেন একটি আধ্যাত্মিক গান- ‘আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়।’
এ প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘গান গাইতে পারি না। কী করব। অজান্তেই গাইলাম। রেকর্ড করে সেটি পোস্ট করলাম। তবে আশা করছি, আদালতে একটা ন্যায়বিচার পাব।’
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর মিরপুর থানায় ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনের ৯/১ এর ৩৭৫ উপধারার ৪ অনুচ্ছেদ অনুযায়ী একটি মামলা করেন চলচ্চিত্র অভিনেতী হ্যাপি। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে।
হ্যাপির কন্ঠে গানটি শুনতে এখানে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=A4OFk5e-MxA&feature=player_embedded&x-yt-cl=85114404
মন্তব্য চালু নেই