গণ বিশ্ববিদ্যালয়ে আর্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এন্ড লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শুক্রবার (৩০শে ডিসেম্বর) দূপুরে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে ইংরেজি বিভাগের আয়োজনে “আর্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এন্ড লার্নিং” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মাহমুদ শাহ কোরেশী এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান মনসুর মুসা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রায় দুইশতাধিক শিক্ষার্থী।

সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. আফিয়া দিল। তিনি ইংরেজি ভাষা শেখার গুরুত্ব এবং শ্রেণিকক্ষে কিভাবে সহজে ইংরেজি শেখা যায় সে বিষয়ে আলোচনা করেন।
সেমিনার শেষে বক্তার সাথে উন্মুক্ত আলোচনার সুযোগ ছিল।

উক্ত সেমিনারের সঞ্চালনার দায়িত্ব ছিলেন ইংরেজি বিভাগের সহকারী প্রভাষক সুসান সরকার।

এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাফিয়া খান বলেন, আমরা ইংরেজি বিষয় নিয়ে পড়াশুনা করলেও সত্যিকার অর্থে এর গুরুত্ব জানতাম না কিন্তু এই সেমিনারের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ন তথ্য পেয়েছি। এ ধরনের সেমিনার মাঝে মাঝে হলে আমরা ইংরেজি ভাষা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো।



মন্তব্য চালু নেই