নাচতে গিয়ে আহত শ্রদ্ধা কাপুর (ভিডিও)

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের পরবর্তী সিনেমা এবিসিডি টু। সম্প্রতি এ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে আহত হয়েছেন এ অভিনেত্রী।

এবিসিডি টু সিনেমাটি নির্মিত হচ্ছে নাচ নির্ভর কাহিনি নিয়ে। তাই সিনেমাটিতে অনেক নাচের দৃশ্য রয়েছে। আর সিনেমাটিতে নিজের পারফর্মেন্স শতভাগ দিতে চান শ্রদ্ধা। সিনেমাটির নাচের দৃশ্যের প্রস্তুতি নিতে তাই দিনে অন্তত তিন ঘন্টা রিহার্শেল করেন এ অভিনেত্রী। গত ২৬ জানুয়ারি মঙ্গলবার নাচের একটি দৃশ্যের রিহার্সেল করতে গিয়ে হঠাৎ পড়ে যান শ্রদ্ধা।

শ্রদ্ধার এমন ঘটনার পর উপস্থিত সবাই বিচলিত হয়ে পড়েন। এ সিনেমায় তার সহ অভিনেতা বরুণ ধাওয়ান এবং অন্যান্যরা সঙ্গে সঙ্গে তার সেবা করতে শুরু করেন। তবে আঘাত তেমন গুরুত্বপূর্ণ নয় বলে জানা গেছে। আঘাত সত্বেও শ্রদ্ধা তার নাচের রিহার্সেল চালিয়ে গেছেন।

রিহার্সেলে শ্রদ্ধার আঘাত পাওয়ার ভিডিও :



মন্তব্য চালু নেই